লেভেল-১, সেমিস্টার-১, সেশনঃ ২০২২-২৩ এর ভর্তি কার্যক্রম সম্পর্কিত নির্দেশনাঃ
ভর্তির তারিখঃ ০৮-১০-২০২৩ খ্রিঃ থেকে ১০-১০-২৩ খ্রিঃ।
ভর্তির সময়কালঃ সকাল ৯.৩০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা।
শিক্ষার্থীদের ভর্তির সময় সংশ্লিষ্ট অনুষদীয় ডিন অফিসে যে সকল কাগজপত্রাদি জমা প্রদান করতে হবেঃ
১। এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদপত্র।
২। এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র।
৩। এসএসসি ও এইচএসসি/সমমানের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত মূল প্রশংসাপত্র।
৪। পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি (ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে প্রদত্ত ছবির অনুরুপ)-০৪ কপি ও স্ট্যাম্প সাইজের ছবি-০২ কপি।
৫। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ এর সত্যায়িত ছায়ালিপি।
৬। অভিভাবক {(পিতা ও মাতা কিংবা প্রযোজ্য ক্ষেত্রে অন্য কেউ) এর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ছায়ালিপি।
৭। ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের রঙিন কপি।
৮। সংরক্ষিত আসনে ভর্তি হতে ইচ্ছুক মুক্তিযোদ্ধা /উপজাতি (পার্বত্য চট্টগ্রাম /পার্বত্য চট্টগ্রাম ব্যতীত অন্যান্য এলাকার উপজাতির কোটা সনদ (কোটার
ক্ষেত্রে ভর্তিকৃতদের জন্য) প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকে প্রদত্ত সনদ/প্রত্যয়নপত্রের মূল কপি যাচাই-বাছাই এর জন্য প্রদর্শন করতে হবে,
যা ভর্তির সময়ে তাৎক্ষনিক যাচাই-বাছাই শেষে ফেরৎ প্রদান করা হবে। তবে উক্ত সনদ/প্রত্যয়নপত্রের সত্যায়িত ছায়ালিপি জমা প্রদান করতে হবে।
৯। মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য মন্ত্রণালয় বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্¦াক্ষরিত সনদপত্র প্রযোজ্য হবে। মুক্তিযোদ্ধার নাতি/নাতনিদের
জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা অমুক এর পুত্র/কন্যার সন্তান এ বিষয়ে সুনিদিষ্ট প্রমাণক উল্লেখপূর্বক নেওয়া
সনদ /প্রত্যয়নপত্রের সত্যায়িত ছায়ালিপি জমা প্রদান করতে হবে।
১০। হেলথ কেয়ার সেন্টার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কর্তৃক ভর্তির দিনে নেয়া মেডিকেল সার্টিফিকেট জমা প্রদান করতে হবে।
১১। ভর্তির সময়ে অত্র বিশ^বিদ্যালয় থেকে প্রদত্ত রেজিস্ট্রেশন ফরম (শিক্ষার্থী কর্তৃক স্বহস্তে ও সঠিকভাবে পূরণকৃত) জমা প্রদান করতে হবে।
১২। ভর্তি সংক্রান্ত নিন্মোক্ত ফিস শিক্ষার্থী কর্তৃক রূপালী ব্যাংক লিঃ, সিকৃবি শাখায় জমা প্রদান করতে হবেঃ
ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইতোপূর্বে জমাকৃত ১০,০০০/- (দশ হাজার) টাকার রশিদ এর সাথে
আরো ১২,৮০০/- (বারো হাজার আটশত) টাকা মাত্র রূপালী ব্যাংক লিঃ, সিকৃবি শাখায় জমা দেয়ার রশিদ ভর্তির সময় জমা প্রদান করতে হবে।
এছাড়া অন্যান্য অনুষদ যেমন, কৃষি /মাৎস্যবিজ্ঞান /কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা /কৃষি প্রকৌশল ও প্রযুক্তি /বায়োটেকনোলজি ও জেনেটিক
ইঞ্জিনিয়ারিং অনুষদে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে ইতোপূর্বে জমাকৃত ১০,০০০/- (দশ হাজার) টাকার রশিদ এর সাথে আরো ৮,৩০০/-(আট হাজার
তিনশত) টাকা মাত্র রূপালী ব্যাংক লিঃ, সিকৃবি শাখা, সিলেট-এ জমা দেয়ার রশিদ ভর্তির সময় একত্রে জমা প্রদান করতে হবে।
১৩। ভর্তির সময়ে উল্লিখিত কাগজপত্রাদি জমা দিতে ব্যর্থ হলে, আগামী ১৭/১০/২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা প্রদান করতে হবে।
১৪। এ ব্যাপারে আরো কোনো তথ্যের জন্য প্রয়োজন হলে, সংশ্লিষ্ট অনুষদীয় ডিন অফিসে যোগাযোগ করা যেতে পারে।
Admission Fees for Undergraduate Students .
SN | Faculty Name | Admission Fees | Confirmation Amount (Already Paid) | Payable amount at Admission Time on SAU Campus |
1 | Veterinary, Animal and Biomedical Sciences | 22,800/- | 10,000/- | 12,800/- |
2 | Agriculture | 18,300/- | 10,000/- | 8,300/- |
3 | Fisheries | 18,300/- | 10,000/- | 8,300/- |
4 | Agricultural Economics and Business Studies | 18,300/- | 10,000/- | 8,300/- |
5 | Agricultural Engineering and Technology | 18,300/- | 10,000/- | 8,300/- |
6 | Biotechnology and Genetic Engineering | 18,300/- | 10,000/- | 8,300/- |
Administrative Offices
Chancellor
Vice-Chancellor
Vice-Chancellor Office
Registrar Office
Higher Management Team
Treasurer Office
Dean Council
Directorates
Provost Council
Executive Committee of the Faculty of Postgraduate Studies
Proctor Office
Central Library
Office of the Controller of Examinations
Office of the Engineer
Central Store
Security Section
SAU Acts
Residential Hall
Health Care Centre
Guest House
Central Mosque
Professor Mosleh Uddin Ahmed Chowdhury Veterinary Teaching Hospital
Sexual Harassment Prevention and Protection Cell
Information and Communication Technology (ICT) Cell
International Student