এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী পদ্দোন্নতি/পর্যায়োন্নয়ন এর ক্ষেত্রে সিনিয়র এস্টেট অফিসার, এস্টেট অফিসার, সিনিয়র ফটোকপি মেশিন অপারেটর, সিনিয়র হেল্লার, সিনিয়র ক্লিনার, সিনিয়র অফিস এটেনডেন্ট, সিনিয়র ল্যাব. এটেনডেন্ট, সিনিয়র মালী/গার্ড হেল্পার/সুইপারদের পদবী বিদ্যমান অর্গানোগ্রাম অনুযায়ী সমন্বয় করার নিমিত্তে আগামী ১০-০৮-২০২২ তারিখের মধ্যে প্রমাণকসহ আবেদন দাখিল করার অনুরোধ করা হলো।