Notice
জরুরি বিজ্ঞপ্তি
এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে, বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সতর্কতা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আগামী ১৮ মার্চ হতে ৩১ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের প্রেক্ষিতে ঘোষিত সময়কালে এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও বন্ধ থাকবে।
উল্লেখ্য, উক্ত ছুটিকালীন চুড়ান্ত পরীক্ষাসহ সকল ধরণের পরীক্ষা স্থগিত থাকবে এবং আগামী ১৭ মার্চ ২০২০ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ প্রদান করা হলো। বিদেশী ছাত্রীরা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং বিদেশী ছাত্ররা হযরত শাহ পরাণ (র.) হলের একটি ব্লকে হল প্রভোস্ট এর অনুমতি সাপেক্ষে অবস্থান করতে পারবে।
আরো উল্লেখ্য যে, গবেষনারত শিক্ষার্থীদের হলে অবস্থানের জন্য সংশ্লিষ্ট হল প্রভোস্ট এর অনুমতি নিতে হবে।