Notice
আগামী ৩০ (ত্রিশ) বছরের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার প্লান/সংশোধিত মাস্টার প্লান তৈরি এবং সিকৃবি’র অধিকতর উন্নয়ন প্রকল্প (মেগা প্রকল্প) গ্রহন ইত্যাদি বিষয়ে এক মত বিনিময় সভা আগামী ১৮-০৩-২০২০ তারিখ বুধবার অপরাহ্ন ৩.০০ ঘটিকায় মাŤস্যবিজ্ঞান অনুষদ ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংশ্লিষ্ঠ সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে।
বিতরণ: (জেষ্ঠতার ক্রমানুসারে নয়)
১. সকল ডিন, সিকৃবি, সিলেট।
২. সকল দপ্তর প্রধান, সিকৃবি, সিলেট।
৩. সকল পরিচালক, সিকৃবি, সিলেট।
৪. সকল প্রফেসর, সিকৃবি, সিলেট।
৫. সকল সহযোগী প্রফেসর, সিকৃবি, সিলেট।
৬. সকল চেয়ারম্যান, সিকৃবি, সিলেট।
৭. চেয়ারম্যান, নিরাপত্তা শাখা, সিকৃবি, সিলেট।
৮. প্রক্টর, সিকৃবি, সিলেট।
৯. সকল প্রভোস্ট, সিকৃবি, সিলেট।
১০. সভাপতি/সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, সিকৃবি, সিলেট।
১১. সভাপতি/সাধারণ সম্পাদক, অফিসার পরিষদ, সিকৃবি, সিলেট।
১২. সভাপতি/সাধারণ সম্পাদক, কর্মচারী পরিষদ, সিকৃবি, সিলেট।