News->Details
সহকারী রেজিস্ট্রার শারমিন রহমান তানিয়ার অকাল মৃত্যুতে সিকৃবি অফিসার পরিষদ এর শোক প্রকাশ
Added Date: Tuesday 03-Nov-2020 [22:26:42]
আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের প্রিয় সহকর্মী জনাব শারমীন রহমান তানিয়া, সহকারী রেজিস্ট্রার, সুহাসিনী দাস হল, সিকৃবি, সিলেট অসুস্থ হয়ে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ০১ নভেম্বর ২০২০ রবিবার রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে অফিসার পরিষদ তথা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোকাহত।
জনাব তানিয়া অত্যন্ত সদালাপী এবং দায়িত্ব সচেতন ছিলেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই শোক কাটিয়ে উঠার জন্য ধৈর্য্য ধারণ করার ক্ষমতা যেন আল্লাহপাক তাদের দান করেন সেই কামনা করছি।