Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে এডভান্সড কৃষি গবেষণা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ২৩ মে
Monday, 20-May-2024 [09:05:03]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রথম বারের মত এডভান্সড কৃষি গবেষণা শীর্ষক ২ দিন ব্যাপি আন্তর্জাতিক সম্মেলন ২৩-২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর উদ্যোগে ২ দিন ব্যাপি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ এমপি। সম্মেলনে ৮টি সেশনে প্রায় দুই শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে পাচঁ শতাধিক দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠানের  গবেষক ও বৈজ্ঞানিক বৃন্দ অংশগ্রহণ করবেন। সাউরেস পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়া বলেন অন্তর্জাতিক সম্মেলনের ফলে দেশী-বিদেশী গবেষকদের সমসাময়িক গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরী হবে। ফলে লাগসই প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার পাশাপাশি দেশীয় কৃষি গবেষণা এগিয়ে যাবে। উল্লেখ্য ২০০৮ সালে সাউরেসের যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ছয় শতাধিক গবেষণা কার্যক্রম সাউরেসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।


আন্তর্জাতিক সম্মেলন এর ওয়েবসাইট : www.icaar.sau.ac.bd