Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে ডিএনএ দিবস ও বায়োটেকনোলজি অনুষদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী
Monday, 29-April-2024 [07:04:31]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় ডিএনএ দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনে দিবস দুটি পালন করাহয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল টায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের দ্বিতীয় ভবনের সামনে থেকে টিএসসি পর্যন্ত একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত অনুষদের ডিন প্রফেসর . মোহাম্মাদ মেহেদী হাসান খান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর . এম এম মাহবুব আলম, প্রক্টর প্রফেসর . মো. সাদ উদ্দিন মাহফুজসহ অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

এরপর জাতীয় ডিএনএ দিবস অনুষদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের নতুন ভবনের সম্মেলন কক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ব্যবস্থার পরিচালক প্রফেসর . মো. ছফি উল্লাহ ভুঞা, স্পিকার হিসেবে উপস্তিত ছিলেন প্রফেসর . মো. ফারুক মিয়া এবং নাজমুল হুসাইন। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী প্রফেসর রুবাইয়াত নাজনীন আখন্দ।

 

সেমিনারে চেয়ারপারসন হিসেবে উপস্থিত থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর . মোহাম্মাদ মেহেদী হাসান খান বলেন, এই ১০ বছরে আমাদের অনুষদটি অনেক চড়াই-উতরাই পার হয়ে আজকের এই অবস্থানে এসেছে। ১০ বছরের মাইলফলক পার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই জার্নি পার হতে আমাদের অর্জনের খাতায় নানা বিভিন্ন বিষয় যোগ হয়েছে। সম্প্রতি আমরা সিমোগো ্যাংকিং বায়োটেকনোলজি