Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে জিআইএস বিষয়ক কর্মশালা
Monday, 11-March-2024 [03:03:02]

শনিবার ( মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ভবন -এর ২য় তলায় এপ্লাইড ম্যালেরিয়া মডেলিং নেটওয়ার্ক (এমনেট), বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগ ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মশালায় ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক . তিলক চন্দ্র নাথের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) অধ্যাপক . শফি উল্লাহ ভুঁইয়া উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক সব্যসাচী নিলয়। অধ্যাপক . শফি উল্লাহ ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্ব দক্ষ মানবসম্পদ চায়। লেখাপড়ার পাশাপাশি গবেষণা সহায়ক কাজে দক্ষতা অর্জন করতে হবে। এছাড়া . তিলক চন্দ্র নাথ বলেন, যদি আমরা বিভিন্ন গবেষণা সহায়ক কাজে দক্ষতা অর্জন করি এবং এই দক্ষতা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, তবে নতুন প্রজন্ম, দেশ এমনকি পুরো বিশ্ব উপকৃত হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।