Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে ল্যাপসের নতুন কমিটি: সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ
Sunday, 10-March-2024 [09:03:26]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “লেকচারার’স অ্যান্ড অ্যাসিস্টেন্ট প্রফেসর’স সোসাইটি”র (ল্যাপস) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের সহকারী প্রফেসর মোঃ শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহকারী প্রফেসর ডাঃ মোঃ মাসুদ পারভেজ। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোঃ শেরফ-উল-আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আঁখি পাল, কোষাধ্যক্ষ মোহন নন্দী। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ডাঃ জান্নাতুল মাওয়া মুমু, মিতালী দাশ, অনুরাধা তালুকদার, দেবাশীষ শর্মা, সুমাইয়া রশিদ ও জামিল আহমেদ।