Upcoming Conference/Events

Pages

News

News Details
আন্তর্জাতিক মানের গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা.মো: জামাল উদ্দিন
Wednesday, 27-September-2023 [11:09:19]

আন্তর্জাতিক মানের গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানিয়েছেন সিলেট কৃষি   বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি)  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা.মো: জামাল উদ্দিন ভূঞা । মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সিকৃবির প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলামের সভাপতিত্বে এবং  ড. তিলক চন্দ্র নাথের সঞ্চালনায় ল্যাবরেটরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো: জামাল উদ্দিন ভূঞা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড.এ.এস.এম মাহবুব । অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ,বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য উক্ত ল্যাব উদ্বোধনের ফলে আনবিক পর্যায়ে পরজীবি সনাক্তকরণ ও রোগ নির্ণয় করা সম্ভব হবে।