News
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সোমবার বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষে মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) ড. তিলক চন্দ্র দাস, কীটতত্ত বিভাগের অধ্যাপক ড. চন্দ্র কান্ত দাস এবং বারি’র প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্র. ও যো.) ড. মো. শওকত আলী খান।
বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার তার বক্তব্যে বলেন, এই সমঝোতা স্মারক
স্বাক্ষরের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের মাঝে গবেষণা বিষয়ে অপার সম্ভাবনার
দ্বার উন্মোচন হল।