Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে ইআরপি সফটওয়ার উদ্বোধন
Monday, 14-August-2023 [10:08:07]

সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ে অর্থ হিসাব শাখা সম্পূর্ণ অটোমেশন, পরীক্ষা ফলাফল অটোমেশন, -নথি, সার্ভিস বুক, ইনভেনটরি অন্যান্য কাজ ডিজিটালাইজড করার জন্য ইআরপি সফটওয়ার উদ্বোধন করা হয়েছে। ১৩ আগস্ট রবিবার আইসিটি সেলের উদ্যোগে ইআরপি সফটওয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। আইসিটি সেলের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষদীয় ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরিচালকবৃন্দ, প্রক্টর, প্রভোস্টবৃন্দ দপ্তর প্রধানবৃন্দ। উদ্বোধন শেষে প্রধান অতিথির বকÍব্যে ভাইস-চ্যান্সলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেন সরকার ঘোষিত ডিজিটাল তথা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হলে আমাদের প্রযুক্তি নির্ভর হওয়ার কোনো বিকল্প নেই।