Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবির প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের গবেষণাগার উদ্বোধন
Tuesday, 14-December-2021 [05:26:21]
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে একটি অত্যাধুনিক মানের ল্যাবরেটরি উদ্বোধন হয়েছে। প্রাণি সম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের পোস্ট-গ্রাজুয়েট ল্যাবরেটরিটি উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। ১৩ ডিসেম্বর সোমবার উদ্বোধনের পর ল্যবরেটরিটি ঘুরে দেখেছেন ভাইস-চ্যান্সেলর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরবর্তীতে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের চতুর্থ তলায় আরো কয়েকটি গবেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর। প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নাজিম উদ্দিন জানান, এই ল্যবরেটরিতে মিট পিএইচমিটার, থার্মোরেকর্ডারসহ নতুন সব যন্ত্র আনা হয়েছে, যেগুলো গবেষণার নতুন দ্বার উন্মুক্ত করবে। বিশেষকরে মাংশের গুণগত মান নির্ণয়, খাদ্য উপাদানের মান নির্নয়সহ নানারকম গবেষণা এই ল্যাবরেটরিতে সম্ভব হবে।